রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

লুৎফুল্লাহেল মাজেদ বলেছেন

"মানুষকে বুঝাতে হবে, বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশ পরিচালনা করতে চায়।"

প্রকাশ:

বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ || ১০:০০

134

মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ

"মানুষকে বুঝাতে হবে, বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশ পরিচালনা করতে চায়।"

ছবি : সংগ্রহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরগঞ্জবাসী। আজ বুধবার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরলিখলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। 

সংবর্ধনা অনুষ্ঠানে লুৎফুল্লাহেল মাজেদ বলেন, ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবু আপনারা জাতীয়তাবাদী আর্দশকে ধরে রেখেছেন।  আপনাদের জন্য আমি বাবু ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছি। মনে রাখবেন আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষকে বুঝাতে হবে বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশ পরিচালনা করতে চায়। 

উপস্থিত জনতার উদ্দেশ্য লুৎফুল্লাহেল মাজেদ আরও বলেন, ৫ আগস্টের পরও আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। সুষ্ঠ তদন্ত হলে আমি এ ষড়যন্ত্র থেকে বের হয়ে আসব। আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। ৫ আগস্টের আগে আমাকে আটকে রেখে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমি বেচে গেছি।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ। তাঁরা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন আমি সেটা নীতি এবং নৈতিকতার সাথে ধরে রাখবো ইনশাআল্লাহ।  আমরা চাই দেশনায়ক তারেক রহমান আগামী দিনে এ দেশের প্রধানমন্ত্রী হোক। আর সেটাই আমাদের সবার স্বপ্ন থাকা উচিৎ। শুধু তাই নয় আমরা আমাদের ব্যক্তি স্বার্থের চিন্তা বাদ দিয়ে দেশনায়ক তারেক রহমানের স্বার্থে, জাতীয়তাবাদী দলের স্বার্থে এই দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার স্বার্থে  ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। 

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া চেয়ে এবং আগামীর দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।  

সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নবগঠিত কমিটির উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ। নবগঠিত কমিটির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গণসংবর্ধনা অনুষ্ঠানে  ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
-----Ad1----